বধুঁ হয়ে (আয়না সঙ্গীত)
                   রাজুব ভৌমিক


মুখ/স্থায়ী:  স্বর্গের মুখ আমি দেখিনি
                হয়নি গো দেখা বিরহের
                তবু চেয়েছি তোমা প্রিয়ারে...
                বধুঁ….হয়ে গো আসো না ঘরে।


অন্তরা ১:   দেখিনি আমি মুখ স্বর্গের
                বিরহের দেখা গো হয় নি
                প্রিয়ারে.. তোমা চেয়েছি তবু
                ঘরে আসো না গো হয়ে...বধুঁ।


অন্তরা ২:   প্রীতি বুঝিনা, প্রেম...অজানা
               গীতি হয়ে প্রাণে দাও টানা
               অজানা প্রেম, বুঝিনা... প্রীতি
               টানা দাও প্রাণে হয়ে গীতি।


০৯/১৩/২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সঙ্গীত


যে গানের প্রতিটি লাইন দশ বর্ণের, গানের মুখ/স্থায়ী উল্টোদিক থেকে গাইলে গানের প্রথম অন্তরা হয়। দ্বিতীয় অন্তরা দুই লাইনের, যা উল্টোদিকে গাইলে চার লাইন হয়। সর্বমোট ছয় লাইনের বা ষাট বর্ণের গান—এবং দুই দিক থেকেই গানের সুর করা যাবে। যেহেতু গানগুলো আয়নার মত—এবং দুই দিক থেকেই গানের সুর করা যায়, তাই এ গানগুলোর নাম ‘আয়না সঙ্গীত’ হয়েছে।