মানুষ কবে (আয়না সনেট)
          রাজুব ভৌমিক


মানুষ কবে মানুষ হবে, নাই জানা,
ঘুষ করে দান, পূর্ণ্যের করে কামনা;
মানুষ কবে মানুষ হবে, নাই জানা,
পুরুষ নামাজে, মনেতে টালবাহানা।


মানুষ কবে মানুষ হবে, নাই জানা,
তুষ দেয় পরে, দিয়ে অগ্নিশিখা টানা;
মানুষ কবে মানুষ হবে, নাই জানা,
অকলুষ ভাবে সর্ব, দুষ্কর্ম কমে না।


মানুষ কবে মানুষ হবে, নাই জানা,
চাক্ষুষ সন্ত্রাসীর, সমাদর কমে না;
  মানুষ কবে মানুষ হবে, নাই জানা,
পর-পুরুষ দেখে, হিজাবের জমানা।


  মানুষ কবে মানুষ হবে, নাই জানা;
কলুষ হ্বজ করে, ব্যাংকক তার জানা।


০৬/২২/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।