কালো মানে প্রেম
                   রাজুব ভৌমিক
          
             কালো মানে সূর্যের সখ্যতা
যে যত কালো তাহার সাথে সূর্যের সখত্যা ততই বেশি
           সূর্য বিমুখ হলেই ফর্সা হওয়া যায়
          কিন্তু তাতে কি আর এ জীবন ধন্য?
কালো মানে সূর্যের সাথে শারীরিক সম্পর্কের প্রমাণ
         একটি সামান্য পুরুষের ঠোঁটের আঘাতে
      প্রেমিকার শরীরে ক্ষণস্থায়ী দাগগুলো যেমন
        সৌরজগতের একমাত্র মহাশক্তি সূর্য
          তাহার প্রতিদিন সান্নিধ্য চাওয়া
                সূর্যের তীক্ষ্ণ প্রেম পাওয়া
                 সে প্রেমে বিলীন হওয়া    
কতজনেরই বা পারে এমন করিতে প্রেমের টালবাহানা?
        সবাই প্রেম করে—কেউ রাতের আড়ালে
আবার কেউ সূর্যের আলোতে থাকিতে অজানা।            
        কালো মানে প্রেম ভাণ্ডার কৃষ্ণ যেমন
     রাধিকার হৃদয়ে কালার জন্য ব্যাকুলতা
           যমুনার জলে প্রেমের অন্তর্মুখিতা
                যে প্রেমে পড়া বারণ।
          কালো মানে প্রেমের আচমন
          যাহার শরীরে রহিয়াছে এমন
       সূর্যের তেজস্বী প্রেমের কোটি চিহ্ন
      কালো তোমরা যত বলো তাহারে
          সে সত্য প্রেমিক—সে অভিন্ন।
              
০৩/০২/ ২০২১
কপিরাইট © ২০২১ রাজুব ভৌমিক
ব্রঙ্কস, নিউইর্য়ক