মৃত্যুদূতের বর (স্বতন্ত্র সনেট)
        প্রফেসর ড. রাজু ভৌমিক


  মৃত্যুশয্যায় দেখি, মৃত্যুদূতের মুখ,
অতথা! কাঁপিতেছিলো মোর বৃদ্ধ বুক;
এই বুঝি বঙ্গ ছেড়ে, যাবো পরপারে!
প্রভু, আরেকটি দিন, দাওনা গো মোরে?


বঙ্গ রূপ দেখিবো আমি, আরেকবার,
সবুজে ঢাকা, অতিজীব দেহ গো তার;
দেখিবো অন্তঃস্মের, নীরব আমপাতা,
বাঁশতলে শুনবো, উইপোকার কথা।


নেই স্বদেশে আমি, জ্বলি তাই প্রবাসে,
মৃত্যুশয্যায় প্রার্থনা, মরি যেন দেশে;
বঙ্গেতে মিশে প্রভু, এই আমার প্রাণ,
মায়ায় ভরা বাংলা, মোর মাতৃ সমান।


শুনিয়া মৃত্যুদূত, ভাবিয়া মোরে কহে,
যা বর দিলেম, তব দু:খ নাহি সহে।

১২/১৭/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক