গতস্য শোচনা নাস্তি
             (স্বতন্ত্র সনেট)
      প্রফেসর ড. রাজু ভৌমিক


জীবন উপসংহারে, সখি বারে বারে,
ভুলিতে চেয়ে শুধু, মনে পড়ে তোমারে;
কত বসন্ত গেলো, কঠিন ছিলো শাস্তি,
অন্তর বুঝেনি, গতস্য শোচনা নাস্তি।


  অবমর্দিত অন্তর, দেখিতে না চায়,
তবুও দেখে ফেলি, সখি শুধু তোমায়;
  ভঙ্গুর তনু মোর, অন্তর মস্ত হস্তী,
দেখিতে চাইনি, গতস্য শোচনা নাস্তি।


আশুক্লান্ত ভাবনা, ক্ষনিক সখিহীন,
সুযোগ সন্ধানী সে, সখিতে রাত-দিন;
একটু দাও মোরে, এ বার্ধক্যে সোয়াস্তি,
ভাবিতে চাইনি, গতস্য শোচনা নাস্তি।


দূরে ঠেলে কাছে আনি, সখিতে প্রশস্তি;
কেমনে বুঝি গো, গতস্য শোচনা নাস্তি।


১২/১২/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক