ক্রাইস্টচার্চে নৃশংসতা (স্বতন্ত্র সনেট)
           রাজুব ভৌমিক


শুনেছি মায়ের কোলে রাক্ষুসের গল্প,
ক্রাইস্টচার্চে মিলে দেখা তারি যে স্বল্প;
নৃশংস রাক্ষুসে সে, পশুত্বপূর্ণ গুন,
ফেইসবুকে লাইভে, করিল সে খুন।


অশ্রু ঝরে মোর, মুসল্লির রক্ত ঝরে,
এ কেমন নৃশংসতা! শরিত্রীর ঘরে;
দীর্ঘশ্বাস এই বুকে, জ্বলে অগ্নিকণা,
রাক্ষসের তান্ডবে, নামাজির বেদনা।


  ওরা মানুষ তাই, সৃষ্টিকর্তার ঘরে,
নিজেদের দেয় বিলিয়ে, সত্যের তরে;
মৃত্যুর আলিঙ্গনে, বেহেশত যাত্রায়,
ঝরে তাজা প্রাণ, কার প্রলয়শিখায়?


ধন্য যারা রক্তাক্ত, তারা সৃষ্টির লাগি;
স্রষ্টার প্রেমে ভাসে, এ জগত বৈরাগি।


০৩/১৫/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক