কোষ্টারিকা (তৃতীয় মাত্রা সনেট)
             রাজুব ভৌমিক


সারি সারি কলাগাছে পূর্ণ পথের পাশ
  বিনম্র হাতির-কান গাছটি বটবৃক্ষ
স্মৃতিবেদনাতুর গো যেন বাংলার রাশ
প্রকৃতির মাঝে নাচে লক্ষ-লক্ষ কুশাক্ষ।


উঁচু পাহাড়ের বুকে কত রঙিন পুরী
মেঠোপথে হেটে যায় স্লথ’রা ধীরে ধীরে
নব্য গাছে নৃত্য করে কাঠবিড়াল ঘুরী
কুকুরটার মত্ততা অজানা এক ডরে।


ঢেউয়ে ঢেউয়ে নাচে হাকো বীচের জল
কৌতুহলে ছোট্টশিশু তাকায় অবিরত
নেই কেউ ব্যস্ত সবে খায় কামিতো ফল
সূর্য মামা দিল মেখে কিরণ কুদরত।


কোষ্টারিকা পর্যটকের থাকে অপেক্ষায়
নিজেকে উজাড় করে দেবার অভিপ্রায়
ক্ষেম অনুভব করে তারা শান্তি বিলায়।


০১/১৩/২০২০
হাকো বীচ, কোষ্টারিকা


তৃতীয় মাত্রা সনেট: বাংলা সাহিত্যের সনেটগুলো সাধারণত অক্ষরবৃত্ত ছন্দে রচিত ১৪ মাত্রা বা ১৮ মাত্রার সনেট। কিন্তু তৃতীয় মাত্রার সনেটগুলো অক্ষরবৃত্ত ছন্দে ১৫ লাইনে রচিত, ১৫ অক্ষরের, ১৫ (৮+৭) মাত্রার সনেট, মিলবিন্যাস: তিনটি চতুষ্ক (কখকখ, গঘগঘ, ঙচঙচ) এবং একটি ত্রিপদী (ছছছ)।