মৃত্যু (তৃতীয় মাত্রা সনেট)
             রাজুব ভৌমিক


বিদায় নাহি বলো ও সখা মরণকালে
   করিও শুভকামনা নতুন এ যাত্রায়
বিষাদ অশ্রু ঝরোনা কভু তুমি আড়ালে
হাসিমুখে ভালবাসা করে নিও আদায়।


   রহিলে তুমি রহিবে মোর কর্ম ধরায়
যাচ্ছি না গো দূরে বেঁচে থাকবো তব মনে
   অনন্ত দূরে কোথাও নব্য সম্ভাবনায়
রাখিব তোমার স্মৃতি যা ছিল এ ভুবনে।


মৃত্যু সুন্দরতর যে দেখিল অবশেষে
ধরিত্রীর কষ্ট সবি মুছে শান্তি মিলায়
সর্ব নিশ্বাস ধরায় পরিপূর্ণ বিদ্বেষে
মৃত্যুতেই নিশ্চলতা মিলে এই ধরায়।


যাহা ছিল কাল তাহা নাহি রবে ধরায়
বিধির এই বিধান মানুষ অসহায়
যেতে হবে সবাইকে নেই কোন উপায়।


০১/২৫/২০২০
ম্যানহাটন, নিউইর্য়ক