প্রতিবন্ধী শিশু (আয়না সনেট)
         রাজুব ভৌমিক


ফুল যে ওরা, এদের স্বর্গে বসবাস,
অতুল প্রতিবন্ধীরা ছড়ায় সুভাস;
বিকলাঙ্গ শরীর, যে মন ঘৃনাহীন,
ভঙ্গ করিলে প্রতিকূলতা সীমাহীন।


প্রতিবন্ধী তাহারা, নয়তো জড়বস্তু,
অনুবন্ধী মনবল,  নয়তো উদ্বাস্তু;  
হাসি মুখে শিশু, মানে বিধান-বিধির,
বেশি না চায় শুধু সমাদর সুধীর।


  শরীর মন হয় প্রতিকূল এদের,
অগভীর কৃতজ্ঞতা থাকে যে তাদের;
নৈতিকতা সহজ-সরল ওরা ধন্য,
বিশুদ্ধতা ভবের বুকে, তাদের জন্য।


মোরা প্রতিবন্ধী ভবে, থেকে সবকিছু,
ওরা শুদ্ধ বলে, শান্তি চলে পিছুপিছু।


০৫/০৯/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক