আছে কি ঈশ্বর এই ভবে?  
                রাজুব ভৌমিক


       আছে কি ঈশ্বর এই ভবে?
নাকি সাততলা আসমানের উপর দাঁড়িয়ে
সাততলা জমিন খানি তিনি ইচ্ছেমত নাচিয়ে
তাকিয়ে শুধু চেয়ে থাকে তিনি আমাদের সবে?
  সাততলা দালানে বসে আমি ভাবি তাই
          ইচ্ছে তাঁরে দেখি একবার
কেমনে সহে তাঁর ধরিত্রীর এত অত্যাচার?
জিজ্ঞেস করিতাম তারে—তোমরা যাকে ডাকো প্রাণভরে
        খোদা বা যশোদার ছোট্ট কানাই।


             আছে কি ঈশ্বর এই ভবে?
      নাকি আল্লাহ ব্যতীত কেউ নেই তবে?
বাকি ছয় বিলিয়নের মানুষের কে করিবে উদ্ধার
        নাকি যিশুই এই সংসারের মূলাধার?
      
                আছে কি ঈশ্বর এই ভবে?
   রাবণের অত্যাচারে ত্রেতা যুগে রামের দেখা সবে!
      এই যুগে হলো লক্ষ লক্ষ রাবণের সাক্ষাত
তবু কেন হলো না রামের সাথে সভ্যতার মোলাকাত।

ভেবে দেখরে মন একবার তুমি দেখিলে ঈশ্বর
          কি করে তুমি তাহারে চিনবে?
     দেখতে কি তিনি মানুষের মতো হবে?
না কি অন্যরূপে তিনি দেয় সংসারে চত্বর।  
যদি না হয় দেখতে ঈশ্বর মানুষের মতন
        কেমন করে সে করিবে বিচার
       মানুষের আছে যত হীন আচার
আবার কেমনে ডাকে সাড়া দিবে করিলে কীর্তন।


দৈব শরীরীর ঈশ্বর কিভাবে দিবে মানুষের কর্মের ফল
তেষ্টায় বুকফাটানোর ব্যথা কি বুঝে ঐ পুকুরের জল?  
   মানুষের জীবন পথের সংগ্রাম কি তাঁর জানা
  যদি তাই হয় তাহলে ঈশ্বর কেন সর্বে এত অচেনা?


   ভেবে দেখরে মন ঈশ্বর কি বলতে পারে বাংলা কথা?
  তবে কেন মোরা ডাকি তাঁরে সংস্কৃত বা আরবী ভাষায়
        তাঁর সন্তুষ্টিতে প্রচলন করি নিত্য নতুন প্রথা
   বিভিন্ন আয়াত বা শ্লোকে ডাকি তাঁরে পাবার আশায়।
          বাংলা যদি না জানে তোমার ঈশ্বর
              আছে কি তাঁর অধিকার
         হতে বাঙালীর জীবনের অংশীদার
   আবার মূর্তি হয়ে দখল করতে সারা বাংলার ঘর?


জ্ঞানীরা বলে ঈশ্বর, যিশু, বুদ্ধ বা আল্লাহ সবাই সমান
ভেবে দেখরে মন তাঁরা কি দিয়ে করে দ্বিপ্রহেরর আহার
            একদম না করিয়া বিন্দুমাত্র বিচার
তবে কেন হিন্দুরা নিরামিষ খায় বা মাংসাহারী যিশুসন্তান
    প্রাণীর প্রাণের মায়ায় গৌতমের রাজ্য-ত্যাগ
      মাংস ভক্ষণের কিন্তু না করিল পরিত্যাগ
        কোন ধর্মে সঠিক পথ দেখালো যে ঈশ্বর?  
             বিভ্রান্তে অন্ধবিশ্বাসে মানুষ নাচে
কেউবা ধুতি টেনে—আবার কেউবা পান্জাবী পরে বাঁচে
    আবার ধর্মের জন্য শুরু হয় সমরের পর সমর।


   এ জগতে মা জননী সন্তানদের দেয় সবি বিলিয়ে
        যেন খেতে পারে ভবিষ্যতে তারা একটু খাটিয়ে
          মানুষ কি আসলে ঈশ্বর আল্লাহর সন্তান
   তাহলে কেনইবা দিলে ইচ্ছে করে এদের অল্প-জ্ঞান?
            তুমি যদি ভালবাসো সবাইরে সমান
তবে কেন মানুষকে বানালে একে অপরের গোলাম
পাঠাইলে ধনী গরিব—রোগে-শোকে করো অবমান
হিন্দু বলো দিতে নমস্কার—মুসলমানরে দিতে সালাম?


            আছে কি ঈশ্বর এই ভবে?
      নাস্তিকদের পরকালে কি যে হবে?
  বিশ্বাস করিলো না তারা কোন ধর্মের আচার
কোন ঈশ্বর, যিশু বা খোদা করিবে তাদের বিচার
  বিচার করিবে বা কেন তাঁরা কোন অধিকারে?
  দৈবতায় না বিশ্বাস করিল যে তারা এই সংসারে।
                ঈশ্বরেরই অভাবে।
             দোষই বা কি তাদের?


             আছে কি ঈশ্বর এই ভবে?
       করুনা করো মানুষদের একটু তবে
  মুক্ত করো সর্ব যন্ত্রনা এবং দু:খ এই সংসারের
  অস্তিত্বহীন থাকো যদি—প্রয়োজন নাই ঈশ্বরের।  


০৫/০৮/২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক