সংসার কাব্য-১ (স্বতন্ত্র সনেট)
        প্রফেসর ড. রাজু ভৌমিক


সাধু বহির্মুখ মোরা, ভোগবাঞ্ছা করি,
যেমন বেনে লোভেতে, অরণ্য প্রহরী;
প্রভূত লাভে অরণ্যাংশ, বিক্রীত হাটে,
কত যোনি ফিরে, এই ব্যস্ততা ললাটে?


   সাধুর কৃপায়, মোরা এ জড় জগতে,
সুযোগ সংসারে, সুখভোগে অরণ্যতে;
   কদর্য ভক্ষনে ব্যস্ত, মোরা সাধুহীন,
জন্ম আজন্মা, মায়ার বন্ধন যৌনিন।


   বেনে যেমন নিয়ত, অরণ্য দস্যুতে,
    সাধুহীন ইন্দ্রিয়, তেমনি এ জগতে;
  জ্ঞান তুলিয়া, অজ্ঞানের অরণ্যে মিশে,
স্ত্রী, পুত্র, কন্যা, এবং আত্মীয়রা মাংশাসে।


আধ্যাত্মিক জীবন নষ্ট, বেনে সংসারে;
সংসার অরণ্যে মোরা, নানা যৌনি ফিরে।


১২/২৪/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক