সংসার কাব্য-১০ (স্বতন্ত্র সনেট)
       রাজুব ভৌমিক (রাজু)


থাকিলে স্বর্ণ হবে অরণ্য, মায়া জালে;
হিংসা আর লোভে, জীবন গত বিফলে।
স্বর্ণ সে পীত বর্ণ বিষ্ঠা, পাপের ইৎস,
আকৃষ্টে জীব বশ, রজগুনের উৎস;


জীব যদি করে, পীত বর্ণ বিষ্ঠা ত্যাগ,
যকৃত রোগে মরে, কিসের অনুরাগ?
বিষয়াসক্ত জীব, আসক্ত পীত বর্ণে,
শীতার্ত ব্যক্তি যথা, আলেয়ার আগুনে।


স্বর্ণ বীজে জীব, জড় বাসনা সৃজন,
  সকাম কর্মে শুরু, সকামেই মরণ;
তৃণ-গুল্ম তুলতে, কৃষকের কর্ষন,
বীজ অসীম তলে, উদয় তা গর্জন।


যাহা কিছু উজ্জ্বল মিহি, এ মন চায়;
ক্ষতির কারন তাহা, বোঝা বড় দায়।


০১/২৯/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক