সংসার কাব্য-১১ (স্বতন্ত্র সনেট)
       রাজুব ভৌমিক (রাজু)


সংসারে সুখের তরে, নামিয়া সকল,
পায় না মরুভূমির একবিন্দু জল;
করিতে সে দুঃখী মন, একটু উৎপল,
অশ্রু ঝরে কেবল, বলে সে ‘কর্মফল’।


গৃহস্থ-জীবন যে দুঃখের দাবানল,
নিছক চড়তি যন্ত্রণা, নামিয়া ঢল;
ধিক্কার দেয় বলে, ‘পোড়া কপাল মোর,
পুর্ণকর্ম করিনি, তাই দুঃখে বিভোর’।


কেউ কভু নাহি দেয়, বনেতে আগুন,
তবুও শিখা ছড়ায়, সে অধিক গুন;
তথাপি সর্ব চাওয়া, সুখ এ সংসারে,
নচেৎ দুঃখ-দুর্দশা, এ জীবন বাজারে।


সুখের লাগিয়া জীব, করে কত আশা;
ভালবাসা ছেড়ে, ধরে ভিন্ন ভালবাসা।


০১/৩০/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক