সংসার কাব্য-১৫ (স্বতন্ত্র সনেট)
        রাজুব ভৌমিক (রাজু)


সংসার এক খেলা, খেলি মোরা একেলা,
নাহি তার কারো জানা, দু’মুঠো দু’বেলা
খেতে শ্রম অবেলা, জীবন যায় যায়;  
দুঃখ এক জ্বালা, শুধু নিজেকে পোড়ায়।


   বন্ধু পরিজন, সবাই মোর আপন,
পাশে পাশে রয়, দিতে পারিলে ভোজন;
  পাই তুঙ্গী সমর্থন, কষ্টে না দাঁড়ায়,
দুঃখ এক জ্বালা, শুধু নিজেকে পোড়ায়।


  মধ্যবিত্ত ঘরে, প্রায় দুঃখ উকিঁ মারে,
  রোগে পূর্ণ জ্বরে, দিন যায় অর্ধাহারে,
  সত্তা সমরে, জর্জরিত প্রাণ বিলায়;
দুঃখ এক জ্বালা, শুধু নিজেকে পোড়ায়।


  সুখ সবার, দুঃখের নেই অংশীদার;
  তুষারপাতে যেন, লবনের সংসার।


০২/১৩/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক