সংসার কাব্য-১৬ (স্বতন্ত্র সনেট)
           রাজুব ভৌমিক


মন, সংসার ক্ষেতে করিতে শস্য চাষ,
   মূর্খের মত শ্রমে, না সাধু অভিলাষ;
  কৃষানীর প্রেমভর্তি বাটির খাবারে,
সুখের স্বল্প ছোঁয়ায় ভাসি দ্বিপ্রহরে।


খুব ভোর থেকে তাই সূর্যাস্তের পূর্বে,
  করিনু বীজবপন, লাঙ্গলের দর্পে;
শস্যের আশায় করি চাষ সারাবেলা,
ক্ষেতের কাদাতে হয় এ মন ময়লা।


  কেমনে করি দূর এ মনের ময়লা?
সূর্য নেমে এলো, দেখি সায়াহ্নের খেলা;
সাধু নাহি চিনে, এ ময়লাযুক্ত মন,
বৃথা চেষ্টা কি মোর এ মনুষ্য যাপন?


সাধুর চরণধুলি না লাগিলে গায়;
মলকূপে কীটভাগ্য, জীবন বৃথায়।


০২/২৩/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক