সংসার কাব্য-১৮ (স্বতন্ত্র সনেট)
           রাজুব ভৌমিক


এ মর্তধামে অকালে, কত প্রাণ যায়,
আগুনে জ্বলিয়া, আবার কেউ ক্ষুদায়;
নিয়তির গোলমরিচে, অন্ধ সে মরে,
সমতুল্য এ প্রাণ, কেমনে বাঁচে চরে?


কেউ বলে কর্মফলে, কেউ তা নসিবে,
তাই বলে কি দুগ্ধশিশু জঞ্জালে রবে?
কর্মহীনা ছোট্ট শিশু, পঁচে ডাস্টবিনে!
এমন বিধাতার, কি মূল্য এ ভুবনে?


কেউ কাঁদে অনাহারে, কেউ বেদনায়,
কেউ না জানে শান্তির সঠিক উপায়;
দু’মুঠো অন্ন লাগি, মরে যদি আগুনে,
এমন বিধাতার, কি মূল্য এ ভুবনে?


সর্বজান্তা প্রভু, দেখে সব আনমনে;
এমন বিধাতার, কি মূল্য এ ভুবনে?


০২/২৮/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক