সংসার কাব্য-১৯ (স্বতন্ত্র সনেট)
           রাজুব ভৌমিক


কত রূপে মুগ্ধ আমি, এ জগতে ভাই,
মনের মানুষ তারে কোথা খুঁজে পাই?
মোর দেহ-মন দুই, দিবো তারে বলে,
মনের আগুনে সখি মোর অঙ্গ জ্বলে।


জলন্ত গৃহ যেমন অপেক্ষাতে জ্বলে,
জলহীন জ্বলে, ছাই যে তার কপালে;
তেমনি এ দু’নয়ন, তারে না দেখিয়া,
ওরে জ্বলে অবিরত, ভাসায় কান্দিয়া।


মরুভূমি চাহে বৃষ্টির শীতল ছোঁয়া,
পাথরের মতো বসে, অপেক্ষাতে হিয়া;
  দেখিবে তার নয়ন, মিলন পরানে,
  চরণদাসী হয়ে, সে আত্মসমর্পণে।


মনের মানুষেরে পাবো কি এ ভুবনে?
ঐ রূপ সাগরে, তৃষ্ণা হতো নিবারণে।


০৩/০১/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক