সংসার কাব্য-২ (স্বতন্ত্র সনেট)
      প্রফেসর ড. রাজু ভৌমিক


যৎকিঞ্চিৎ নাহি সুখ, এই জড় সংসারে,
বদ্ধ জীবে সুখ চেষ্টা, জন্ম-জন্মান্তরে;
  পেঁচা সদৃশ, কর আদায়কারী করে,
  পরিশ্রমকারীর চক্ষুতে, অশ্রু ঝরে।


  সকাম কর্মে লিপ্ত, গাঢ় কর্মবন্ধনে,
ইন্দ্রিয় সুখ চেষ্টা, নামে পাপ গহীনে;
দেখেনা কেউ কভু, সহাস্যে করে পাপ,
দিনে সূর্য, রাতে চন্দ্র, দেখে সর্বতাপ।


কেহ করে পাপ, সকাম পথ পাড়িতে,
পুনশ্চ কেহ বা পাপ, অভাবগ্রস্ততে;
সংসারে সুখ লাগি, কেহ সাধু শিকারে,
নষ্ট যোগী অবতারে, সে সর্বস্ব হারে।


  বদ্ধ জীবে নিদ্রা, যেন মস্ত অজগরে;
প্রকৃত অস্তিত্ব ভুলে, থাকে সে সংসারে।


১২/২৫/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক