সংসার কাব্য-২০ (স্বতন্ত্র সনেট)
           রাজুব ভৌমিক


জন্মে জন্মে মূঢ় ব্যক্তি যৌনি প্রাপ্ত হয়ে,
  অধ:পতিত মূঢ়,  মৈথুন সুখ চেয়ে;  
  বিবর্তনে জীব, ধরে মনুষ্য-শরীর,
  বানরের বংশে, মৈথুন সুখ গভীর।


  ডারউইন বলে তাই বানর বংশে,
বিবর্তনে মনুষ্য-শরীর, সে সহাস্যে;
  সত্ত্বগুনে যদি মূঢ় দিশেহারা হয়,
পূর্বজন্মে ছিলে গাভী,তা সজ্জনে কয়।


  রজগুনে যদি মূঢ় মনুষ্য-শরীরে,
পূর্বজন্মে সিংহ, জীবন মাংস আহারে;
  তমগুনে বানর মৈথুন পারদর্শী,
বিধি-নিষেধ ভুলে, কাম চিন্তায় নিশি।


মনোরথে ডুবে মূঢ়, ভোগ ভাবনায়;
জন্মে জন্মে অভাগার, যৌনি প্রাপ্ত হয়।


০৩/০২/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক