সংসার কাব্য-২১ (স্বতন্ত্র সনেট)
             রাজুব ভৌমিক


  জেলে যেমন বড়শি পেতে অপেক্ষায়,
মৎসের লাগি তাই, সারাদিন কাটায়;
তেমনি আমি প্রভু, ভোগ পেতে মন্দিরে,
আবার সিন্নি দিয়ে খোদা, ডাকি তোমারে।


লোকে বলে, যদি ভাল না মাছের টোপ,
  বৃথা যাবে চেষ্টা, করবে কান্না-বিলোপ;
দয়াল মোর অর্থের, নাহি গো অভাব,
  বলতে যদি শুধু, তব খানা স্বভাব।
  
গয়া-কাশি থেকে, এনে তোমার মূর্তিকে,
নানা ভোজনে সাজিয়ে, দিতেম তোমাকে;
কিনিতাম তোমায়, দিয়ে দেখা মক্কাতে,
বৃন্দাবনে হারিয়ে, কৃষ্ণের দেখা পেতে।  


  দয়াল, কেন তুমি একগুয়ে সংসারে?
যা দিতাম খেতে, মিছে কষ্ট দাও মোরে।


০৩/০৭/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক