সংসার কাব্য-২২ (স্বতন্ত্র সনেট)
           রাজুব ভৌমিক


অহৈতুকী অপ্রতিহতা চিন্ময় আত্মা,
জীব আত্মা জন্ম ও মৃত্যুহীন গরিমা;
জন্মরহিত আত্মা, শ্বাশত ও নবীন,
যেমনি বৃক্ষ, বহু বছর অমলিন।


পুন: পুন: নাহি বৃদ্ধি বা তার উৎপত্তি,
আত্মা নিত্য, পরিবর্তনহীন সংযুক্তি;
   বৃক্ষ যেমন ঋতুতে, রূপ বদলায়,
তেমনি আত্মা, ভ্রুণকোষ ক্ষুদা নিভায়।


আত্মার প্রবেশ, যথার্থ বীর্য মিশ্রণে,
  সম্ভব নহে তার, ভ্রুণকোষ মৈথুনে;
আত্ম আশ্রয়ে, এ দেহ বৃদ্ধি-ক্ষয় হয়,
ফুল-ফল আসে যায়, বৃক্ষটি যে রয়।


দেহান্তরশীল আত্মা বিভিন্ন দেহতে;
আসে যায় সর্ব, ভয় করোনা মৃত্যুতে।


০৩/১১/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক