সংসার কাব্য-২৩ (স্বতন্ত্র সনেট)
          রাজুব ভৌমিক


নতুনের সন্ধানে যে করিবে ধাবন,
অমরত্বের বর, তাকে দিবে ভুবন;
করে না যে নিরন্তর, নতুনের খোঁজ,
খুঁজিবে না কেউ আর, তাকে হররোজ।


ভাল লাগলে করে কাজ, সে সাধারণ,
  অসাধারণ সে, কষ্ট যাহার মনন;
সামান্য বাধায় যে, স্থগিত করে কাজ,
সাধারণ হয়ে বাঁচা, নেই তার লাজ।


নতুনের সন্ধান, অত্যুৎকট সমাজে,
বেয়াড়া ভেবে কেউ, পালায় ঘন্টা বাজে;
নিছক অঁজলি পারে, সইতে এ জ্বালা,
আশাহীন তবু, সে করে কাজ অবেলা।


অমেয় ধৈর্য যার, জগত হবে তার,
অনুপম হয়ে, অক্রূর করে উদ্ধার।


০৩/১২/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক