সংসার কাব্য-২৪ (স্বতন্ত্র সনেট)
            রাজুব ভৌমিক


অর্থ যদি চাও, পরিশ্রমী হও তবে;
লক্ষী রমণী চাও, নারায়ণ কি হবে?
জীবন যুদ্ধে জয় চাও, বিদ্যা সে অস্ত্র;
পুরুষ হতে চাও, রক্ষে করো নিরস্ত্র।


সুখ যদি চাও, ক্রোধ কে বর্জন কর;
শান্তির জীবন কাম্যে, নিজ প্রভু ধর।
স্বাধীনতা যদি চাও, ত্যাগ করো তবে;
মানব কল্যাণে, জীবনটি দাও ভবে।


অনুভব চাহিলে, ভালবাসো গো সবে;
প্রেম যদি চাও, নিঃশর্তে তা করে যাবে।
  মিলন যদি চাও, কষ্টে বিলীন হও;
রান্না করিতে হলে, আগুন সামলাও।


এই সংসারের নিয়ম, কিছু চাহিলে;
প্রস্তুত হবে দিতে, নাহি সব বিফলে।


০৩/১৮/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক