সংসার কাব্য-২৫ (স্বতন্ত্র সনেট)
            রাজুব ভৌমিক


জ্ঞানের প্রথম স্তরে,অহংকারী সব;
কথায় কথায় জ্ঞান, কত কলরব।
জ্ঞানের দ্বিতীয় স্তরে, বলে সর্বজান্তা,
‘জানিস নে তুই কিছু, শুন মোর বার্তা’।


তৃতীয় স্তরে প্রবেশে, হতভম্ভ তুমি;
সর্বজ্ঞান হল মোর, ঈশ্বর যে আমি।
চতুর্থ স্তরে প্রবেশে, মিছে সাধু ভাব;
‘জানিনে আমি যে কিছু, জ্ঞানের অভাব’।


  জ্ঞানের পঞ্চম স্তরে, বিনয়ী সে হয়;
নি:শব্দে থাকে সে, অবাক তাকিয়ে রয়।
জ্ঞানের ষষ্ঠ স্তরে, বাড়ে জানার সাধ;
জ্ঞানের ক্ষুধায় জ্বলে, পড়ে সে অবাধ।


সপ্তম স্তরে প্রবেশে, অজ্ঞতা মালুম;
  গভীর জ্ঞান সমুদ্র, না হইবে ঘুম।


০৩/১৯/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক