সংসার কাব্য-২৬ (স্বতন্ত্র সনেট)
           রাজুব ভৌমিক


কেমনে থাকে গো বিশ্বাস দয়াল মাঝে;
অন্তহীন ব্যথা চক্রে মৃত্যু ঘন্টা বাজে।
  নরের হাতে নর, হারায় তার প্রাণ;
  যমের দুঃখের কথা, পর্বত সমান।


যে মানুষ ভজে, তাহার সন্ধান পাই,
মৃত্যুর স্বাদ দিতে গো তার জুড়ি নাই;
কেউ দিয়ে অস্ত্র, আবার কেউ বা গাড়ী,
পাঠিয়ে দিতে মোরে, দ্রুত যমের বাড়ী।


বিশ্ব দেখিতে চাই, মুক্ত পাখির মত,
ডানা ওরা কেটে দেয়, আমা অবিরত;
রক্তরেণু ঝরে মোর, স্বপ্নের মাঝারে,
মৃত্তিকায় জমে, তাকিয়ে স্বর্গ দুয়ারে।


গোলাপ হত্যা করে, গন্ধ এই সমাজ;
কবে গো আসবে ফিরে, মানুষের লাজ।


০৩/২০/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক