সংসার কাব্য-২৭ (স্বতন্ত্র সনেট)
         রাজুব ভৌমিক


অনুতাপে পাপ হ্রাস, অহংকারে পূণ্য;
পরোপকারে সুখ বৃদ্ধি, বা পরিপূর্ণ।
চাওয়াতে লোভ বৃদ্ধি, অলসে দারিদ্র;
বিবাদে ঐক্য হ্রাস, ইতরে তাই ভদ্র।


জ্ঞানীর চিন্তা বৃদ্ধি, মূর্খের লোক ভাব;
বোকার চতুরতা, অকর্মার অভাব।
অমবস্যায় জ্যোৎস্না হ্রাস, সন্ধ্যায় আলো;
দুষ্ট ব্যক্তির শিষ্টাচার, ভোঁতা ধারালো।


কুটিলতায় প্রেম হ্রাস, দুস্থের দেহ;
দুর্জনের সজ্জন, মায়বতীর স্নেহ।
ঘুষে মনুষত্য হ্রাস, হিংসায় সাধুতা;
সমালোচনায় গুন, লজ্জায় সমতা।


সহমতে মত হ্রাস, হারায় গাম্ভীর্য;
নিজ গুনে হয় গুনী, রাখিয়া সে ধৈর্য্য।


০৩/২৩/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক