সংসার কাব্য-২৮ (স্বতন্ত্র সনেট)
           রাজুব ভৌমিক


আত্মবিশ্বাসের হোক এমনি রকম,
যেমন নির্ভয়ে পাখি ডালাতে কদম;
পড়ে যাওয়াতে পাখির নেইতো ভয়,
বিশ্বাস ডানাতে, ডালের উপর নয়।


আশা নিয়ে সব, কভু না করিবে ত্যাগ,
  হইলে ও সর্বহারা, জীবন-বৈরাগ;
ঈগলের মত বসে, মৎসের আশায়,
একাগ্রে পেতে পারো, অপেক্ষার বিদায়।


  সুযোগের দরজা, খোলে স্বল্পসময়,
ঝাপ দিয়ে লুপে নাও, না করিবে ভয়;
বকের মত করে, ঐ লম্বা দুটি ঠোটে,
ছিনিয়ে সুযোগকে, কামড়ে তার পিঠে।


থাকিতে ভাল এই জীবাধার সংসারে;
বিলিয়ে দাও এ প্রাণ, মানব দুয়ারে।


০৩/২৪/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক