সংসার কাব্য-২৯ (স্বতন্ত্র সনেট)
         রাজুব ভৌমিক


  করিনু কত অর্জন, এ ধরনীতলে,
অহংকারের পাত্র, ফুটে গরম জলে;
ফোটায় ফোটায় গর্বে, করি সর্বাক্রান্ত,
অন্যকে জ্বালিয়ে, অনলে তাই অনন্ত।


অকস্মাৎ সেদিন কবরস্থানের পাশে,
   দাঁড়িয়ে মনন অফুরন্ত দীর্ঘশ্বাসে;
জ্ঞানী, সুন্দর, এবং ধনী আছে ঘুমিয়ে,
মিছে অহংকারে মোরা কেন যে ডুবিয়ে?


  মাটির মানুষ মোরা, মাটিতে অন্তর,
  কেই বা রাখিবে শেষে মোদের খবর?
   মাটি মানুষকে খায়, মৃত্যুরও পরে,
নিজেকে খাই মোরা, চিবিয়ে অহংকারে।


  যদি অহংকার আসে, কভু তোর মনে;
যাও ঘুরে আসো তুমি, ঐ কবরস্থানে।


০৩/২৭/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক