সংসার কাব্য-৩ (স্বতন্ত্র সনেট)
       প্রফেসর ড. রাজু ভৌমিক


জীবে জন্ম ভবে, আত্মসুদ্ধি স্বত্ত বিনে,
পরন্তু বানর বেশে, প্রধ্বংস অরণ্যে;
ব্রক্ষ্মা থেকে পিপীলিকা, কালরূপী সর্পে,
প্রাণ হরিত সর্বে, চিতা জ্বলবে দর্পে।


মহাকাল নির্দয়ী, কর্মফল ভোগেতে,
জড় জগৎ আসক্তি, জন্মবৃত্ত দীর্ঘতে;
  মৈথুনসুখে সবি, ও মায়ার বন্ধনে,
  চেতনা কলুষিত, কষ্ট পূর্ণ জীবনে।


অপরাধে ব্যক্তি যেমন, বাস কারাতে,
তেমনি জীব জন্মে, এ ধরিত্রী মধ্যতে;
আত্মসুদ্ধি বা, স্বত্তাদি করিয়া বর্জন,
মুক্তি অনতিক্রম্য, মুক্ত মায়া বন্ধন।


জড় জগতে স্থৈর্যচ্যুতি, মৈথুনসুখে!
জীবে বুদ্ধি নষ্ট, বিকৃত সংসার বুকে।


১২/২৬/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক