সংসার কাব্য-৪ (স্বতন্ত্র সনেট)
       প্রফেসর ড. রাজু ভৌমিক


দেহাত্মবুদ্ধিতে জীব, মায়ার অধীন,
কাম্য-ফ্ল বার বার, জীবের দেহহীন;
রজ তমোতে জীব, সকাম কর্মে স্পৃহা,
সংসার অরণ্যে ভ্রান্তি, সাধুতে অনীহা।


যেরূপ বণিক সর্বথা, আসক্তি ধনে,
অত্যল্পে কিনিয়া, উচ্চ মূল্য উপার্জনে;
অর্থাসক্তিতে লোলুপ, ধর্ম-কর্ম হীন,
প্রগাঢ় সংসার অরণ্যে, হয় বিলীন।


সেরূপ বদ্ধ জীবে, জাগতিক লালশা,
লাভের লোভে, এ জড় জগতের আশা;
পদাঙ্কে তা সংসার, অরণ্যের গভীরে,
প্রস্থানের পথ ভুলিয়া, অরণ্যে ঘুরে।


দেহাত্মবুদ্ধিতে আচ্ছন্ন, জীব যাথাথ্র্যে;
নানা শরীরে জীব, স্বর্গ-নরক-মর্তে।


১২/২৭/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক