সংসার কাব্য-৫ (স্বতন্ত্র সনেট)
     অধ্যাপক ড. রাজু ভৌমিক


জীব শুভ কর্ম, বা ধর্ম কৃত্যের জলে,
জড় জগতে সৌকর্য, কাম্য-ফ্ল সুফলে;
সসীম বোধের তাই, কভু নাহি জানি,
জড় ধন-সম্পদে, ইন্দ্রিয় সুখে গ্লানি।


দস্যুসদৃশ ইন্দ্রিয় লোভে, চৌর্যবৃত্তি
  ধর্ম ফল লুঠে, সর্ব উচ্চপদ প্রাপ্তি;  
ইন্দ্রিয় সুখে যে, অর্থ ব্যয় আঁতিপাঁতি,
আবদ্ধ জীবনেতে, না হবে সদগতি।  


  চোস্ত বস্তু দর্শন, সুস্বাদু আস্বাদন,
চক্ষু জিহ্বার সর্ব, চাহিয়া বিনোদন;
  জীব সাধুহীন, সে উপাদেয় সমস্ত,
সাধুপদে ভুলিয়া, সৌরভ ঘ্রাণে ব্যস্ত।


অবৈধ সঙ্গ, আসবপান, দ্যূতক্রীড়া;
ইন্দ্রিয়তৃপ্তি কিন্তু, জড় জগতে পীড়া।


০১/০৫/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক