সংসার কাব্য-৭ (স্বতন্ত্র সনেট)
      রাজুব ভৌমিক (রাজু)


জলে ভবে সর্ব জড় উপাদান জোড়া,
সংসারে আসক্তি তথা জীবনের ঘোড়া।
জলে যেমনি অবসাদ, তৎক্ষণাৎ তেষ্টা,
ভত্র্রী সঙ্গে তেমনি, মৈথুনসুখ শ্রেষ্ঠা।


আটার সাহ্লাদে জল, গোল এক পিন্ড,
  ললনা দর্শনে সেথা, জ্ঞান লন্ডভন্ড।
কুঠী তৈরিতে জল, ইট তৈরি-সিমেন্ট,
সংসার সাজাতে ধরা, আসক্তির টেন্ট।


আগুন, জল, বায়ু, কিন্তু জলই মুখ্য;
ধর্ম, জ্ঞান, শিক্ষা বিনে, মায়াতেই সখ্য।
জল সেবন করে, সর্ব ক্ষুদার ক্ষান্তি;
মিথ্যে মায়া আবদ্ধে, জড় জগতে ক্লান্তি।


  কত উদ্ধৃত তবু, নদে পুন: উদ্ভব;
সাধুহীন জড় জগতে, মুক্তি দুর্লভ।


০১/০৯/২০১৯
কপিরাইট © ২০১৯ রাজু ভৌমিক
ব্রঙ্কস, নিউইর্য়ক