সংসার কাব্য-৯ (স্বতন্ত্র সনেট)
      রাজুব ভৌমিক (রাজু)


নারী মায়ার দালাল, বিধাতার সৃষ্টি,
পুরুষ ফাঁদে পড়ে, হারায় দিব্যদৃষ্টি।
পারমার্থিক উপচিতি, বন্ধতে বলি!
স্বরূপ বিস্মৃতিতে, নারী মৃত্যুর নালী।


যথা উৎসৃষ্ট কূপ, ঘাসে থাকে আবৃত,
কূপ জ্ঞান নাহি জেনে, পথিক পতিত;
  তথা পুরুষ নারীর মায়ার গহ্বরে,
স্বরূপ ভুলিয়া, অন্তরাল অন্তঃপুরে।


  অতিমানবিক রসগ্রহণে কাম্যতা,
হারায় পতি সবি, হলে নারী সখ্যতা।
ভৌতিক সুখে মজিয়া, আসক্তি সংসারে,
বিষয়াসক্ত জীব, একাকী পরপারে।


যদি ইচ্ছে তোমার, দিব্য স্তরে উন্নীত,
মায়ার জাল ভেঙ্গে, ভোগে হও সংযত।


০১/২৬/২০১৯


ব্রঙ্কস, নিউইর্য়ক