সবাই নেতা হতে চায় (স্বতন্ত্র সনেট)
             রাজুব ভৌমিক


বিশ্বের বুকে দেখি কত বঙ্গ সন্তান,
নেতা হবার তরে, প্রস্তুত দিতে প্রাণ;
কানায় কানায় ভরা নব্য সংঘটন,
স্বর্গরাজ্যেও বাঙালি করিবে এমন।


ধন্য গো বঙ্গমাতা, জন্মিল তোর বুকে,
নেতার চড়াচড়ি, কাঁকের মত ডাকে;
এমন কি হতো, গড়িলে তুই মানুষ?
  কর্কষ ডাক শুনে হতাম না বেহুশ।


আশরাফুল মাখলুকাত! সে তো আমি!
তুমি কে ভাই নেতা? করো যে পাজলামি?
  জন্মেছি এই ভবে, নেতা হইয়া তবে,
দেখিবে বিশ্ব মোরে, পুষ্পের মালা দেবে।

  সবি যদি নেতা বনে, কারা সাধারণ;
কোথায় পাবে মিস্ত্রী, বানাবে সিংহাসন?


০৪/২৫/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক