তোমারি থাক সবি (আয়না সনেট)
             রাজুব ভৌমিক


তোমারি থাক আকাশ, দিও হতে মেঘ,
মরি যেন বাতাসে, দেখে তার আবেগ;
  হোক না স্থান সখির হৃদয়-মন্দিরে,
লোক যেন বলে, মোরে তোমার সংসারে।


তোমারি থাক বাতাস, দিও হতে কণা,
   অদরকারি বলিয়া, দিওনা লাঞ্ছনা;
যত নিন্দা করিবে, ওরে সখি আমারে,
তত সুখে আমি, ভাসিবো তব মাঝারে।


তোমারি থাক বাগান, দিও হতে মালি,
  চুরি করিবো পারিলে, তব ফুলকলি;
  রাখিবো সখিরে, সুন্দরতা সীমাহীন,
  দেখিবো জগত ওরে, প্রেম মোর লীন।


তোমারি থাক সবি, হবো আমি ভিখারী;
  সংসারি নাহি হবো, মম তব পূজারী।


০৭/০১/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।