নিন্দুক এমন (আয়না সনেট)
           রাজুব ভৌমিক


কয় যেই উচ্চস্বরে, পর-দোষ তোরে,
নয় কভু বন্ধু সেই, গোবর সংসারে;
করিতে তব-পানে, অমৃত আস্বাদন,
জিতে নাহি কিছু, তার কীটের জীবন।


কত বাকশক্তি তার, পিছনে পিছনে,
  যত কুকুরটির ঘেউ, হাতি চলনে;
প্রভাবিত হয়না, বিজ্ঞবান কখনো,
সংযত রয় নিন্দাতে, ধৈর্যতে সাজানো।


হীন-মন তাহার, অকথ্য বলে ঘুরে,
যেন স্বর্গে ভাসে, অপরকে ছোটকরে;
চায় মনে মনে, তব চেহারা দেখতে,
কাঁকড়ায় টানে যেমন, কাঁকড়া গর্তে।


এমন নিন্দুক, মোর বিশ্বাস বাড়ায়;
দমন করে অহংকার, শান্তি বিলায়।


০৯/২০/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিকে থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।