অন্তরতমভাব (স্বতন্ত্র সনেট)
      প্রফেসর ড. রাজু ভৌমিক


দেখিনু তব মুখ, কত আমি উস্রিতে,
এ হৃদয়জুড়ে মোর, দেখিনু বেলাতে;
কমাত্তম রূপে সখির, সে আবির্ভাব,
প্রথম দেখাতে, সে অন্তরতমভাব।


চাহিনু বলতে সখি, বাকরুদ্ধ আমি,
তব প্রেমে পাগল, সে যানে অন্তর্যামী;
বোবা কান্নায় কাঁদি, জ্বলি তব অভাবে,
  চাই শুধু তোমায়, অন্তরতমভাবে।


বলিনু কত কি, শুধু ভালবাসি ছাড়া,
  তব দর্শনে অবাক, নয়নের নাড়া;
ভালবাসি কত, তোমায় বলি কিভাবে,
   হৃদয় ভরে তুমি, অন্তরতমভাবে।


তোমাতে লিখি কবিতা, কত যে কেতাব;
   হবে কি সখি কভু, অন্তরতমভাব?


১১/১৫/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক