হে অতীত! (স্বতন্ত্র সনেট)
             রাজুব ভৌমিক


হে অতীত! তব স্মরণে উৎফুল্ল মন,
স্বর্ণোজ্জ্বল তুমি, কষ্ট দিনের আপন;
কাল ছুটিতেছে, তুমি কেমনে গো স্থিরে,
মায়ার জাল বুনো, শূন্যতার বাসরে।


হে অতীত! তুমি আছ মোর দীর্ঘশ্বাসে,
‘যাহা গেল তাহা যায়, ফিরে নাহি আসে’;
  কতই সুন্দর তুমি, মেলা বড় ভার,
সহাস্যে থাকো বুকে, জীবনের আধার।


হে অতীত! তোমার উপরে করি বাস,
তব আশ্রয়ে করি, বর্তমান বিলাস;
তোমাতেই জাবর কাটি, তুমি যে সুপ্ত,
তব গর্বে জানি তা অধমের বিলুপ্ত।


  শুনহ গোপনে বলি, সত্য সে বচন;
কাল নাহি ফিরে, করো শক্তিতে সাধন।


০৪/০৭/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক