মুখ লুকিয়ে চলে সখি
         রাজুব ভৌমিক


মুখ লুকিয়ে চলে সখি আমার
বাতাসে উড়িয়ে প্রেমের সুবাস
  সে হাটে আমি পূজি তার
      চরণের ছোঁয়া ঘাস।


ছোঁয়া পেতে তার কোমল চরণ
সমর্পনের প্রেমে মজিলো সবুজ ঘাস
     দেখে মোর কেন হয় এমন
জমিলো বুকে হাজারো দীর্ঘশ্বাস।


তার চরণের ছোঁয়া পাবো বলে
  নূপুরের শব্দ শুনবো বলে
      সবুজের বন্দনা করি  
     ও হে আমি বারোমাস।


  সে হাটে আমি পূজি তার
      চরণের ছোঁয়া ঘাস।


০৫/১৯/২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক