সৎ বাঙালী (স্বতন্ত্র সনেট)
            রাজুব ভৌমিক


পুরষ্কার নিয়ে খুঁজি, দেব বাঙালীকে,
সৎ হবার জন্য, এ বাংলা মাটির বুকে;
শতভাগ সৎ হবে, সে বিশাল চাওয়া,
পুরষ্কার দেখিলে, দশভাগ সৎ ছায়া।


দশভাগ সৎ বাঙালীর, মেলা যে ভার,
কেউ বুঝি নেই, এ পুরষ্কার পাবার?
তখুনি ভাবি, দিব মোরে এ পুরষ্কার,
কিন্তু শূন্য সততায়, চালাই সংসার।


যে বাঙালী গর্বিত, পুত্র তার মাস্তান,
হুজুর দেয় সালাম, বলিয়া বাজান;
যে বালক ভাবে, হতে চাই তার মত,
একনামে চিনবে, সম্মান অবিরত।


সততা আর বাঙালীর বড্ড অমিল;
গড়ে বাঙালী সমাজ, বলিয়া সুশীল।


০৪/২৬/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক