নয়নের আশা (আয়না সনেট)
          রাজুব ভৌমিক


নয়নের অশ্রু ঝরে, ভাবিলে আশায়,
বিরহের জলে ভেসে, বুঝি প্রাণ যায়;
সখির লাগিয়া নয়ন, স্বপ্নতে ভাসে,
শিশির কাঁদে নিরবে, কত বিলাসে।


অাশাতে জীবন বাঁচে, মৃত্যু সখি বিনে,
তোমাতে স্বয়ং সমর্পিত, প্রেম গো মনে;
  যত শিশুর আশা, হবে অনেক বড়,
  তত মোর প্রাণ, চাহিবে প্রেম খগড়।


আশা বিনে সখি, বৃথা সংসার জীবন,
বাসা ছাড়া যেমন, পাখির ধিঙ্গি মন;
পণ করিলাম বধু, পাই যদি তোরে,
পতন হইবে গো, না ছাড়িব সখিরে।


নয়নে নয়নে বধু, রাখিবো তোমায়;
জীবনে আশা হয়ে, প্রেম করো আদায়।


০৪/৩০/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিকে থেকে পড়া যাবে। এই কবিতার বিশেষত্ব হচ্ছে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ,ছছ অন্তমিল নিয়ে সাজানো।