মিলন প্রত্যাশে (তৃতীয় মাত্রা সনেট)
               রাজুব ভৌমিক


বঁধু—তব মিলন প্রত্যাশে শিশির ঘাসে
ঝুলে থাকে ডগায় সূর্যের ভয় না করে
তব বিরহানলে জ্বলে তবু ভালবাসে
দূর আকাশে যায় মিশে দেখিতে বঁধুরে।


আকাশে উড়ে শিশির আর দেখে সখিরে
কত জ্বালা বুকে নিয়ে হবে হে অন্তর্ধান
  মরণে তবু সুখের ছোঁয়া দেখিনু তারে
  নাহি বা হলেম ওরে কভু তব সমান।


    তব পরশ বিনে কত দুখ সহে দেহ
হিয়া আবেগের বিষে মরে মিলন চেয়ে
প্রণয়ে প্রণয়ে খেলে জমিলো কত মোহ
বঁধু—ভালবাসি হে প্রাণের সর্বোচ্চ দিয়ে।


   ঐ চরণে শিশিরের মত পড়িবো বলে
সারারাত জেগে থাকি অপেক্ষা ভোর হলে
     যদি বঁধুর একটু পরশ শান্তি মিলে।


০৮/০৭/২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক