ভালবাসার ঘর
           রাজুব ভৌমিক


   তোমার বদনে ভালবাসার ঘর
   দেখিয়া হইলাম আমি সংসারি
    এমন বদন না দেখিয়া বলো
কেমনে চলিবে মোর এই জীবন তরী।
  
দেখিনু যেদিন প্রিয়ে তব বদনখানি
নিশ্বাস থেমে ছিলো, বাতাস থেমে ছিলো
      থেমে ছিলো প্রকৃতির শোভা        
দেখিয়া মম রূপসীর হাসির শোভা!
         মনোলোভা! মনোলোভা!
  তোমার ঠোঁটে মাখানো গোলাপের আভা
  এ কোন তারার আলো দেখিনু তব নয়নে?
     বাদামী রঙের কাজল চোখ দুটো
      ব্যস্ত ছিলো বৈকি প্রেম আপ্যায়নে!


বর্ষাকালের বৃষ্টির পরে যেমন ফর্সা আকাশ
        আমি দেখিয়াছি তোমার রূপ
     চিত্ত হারিয়েছি প্রেমের আমেজে
        ভালবাসার মানে খুঁজেছি সেথায়
  এ কেমন উষ্ণতা তোমার প্রেম ছোঁয়ায়  
      যেমন মিলে শুধু শীতের কাঁথায়
        
     দেখিনু কত প্রকৃতির সবুজ চাদর
        চারিদিকে বিস্তৃত জল রাশি
          তব বদনে দেখিনু সমাদর
    প্রেমের কান্না—বলিতে ভালবাসি।


        আমি তোমার প্রেমে পড়িয়াছি
তোমার বদনে আমার ভালবাসার ঘর দেখিয়াছি
          অন্তর সেদিন হলো না জানা
     সখির বদনে দেখিনু ভালবাসার ঘর
            আর কিছু যে আমি চাই না।


       তোমার বদনে ভালবাসার ঘর
       দেখিয়া হইলাম আমি সংসারি
        এমন বদন না দেখিয়া বলো
     কেমনে চলিবে মোর এই জীবন তরী।

  
০৭/২২/ ২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক