তুমি কত যোজন দূরে
        (তৃতীয় মাত্রা সনেট)
           রাজুব ভৌমিক


অঙ্গনা রে, তুমি থাক কত যোজন দূরে
নাও সখি তুমি কোন বাতাসের শোঁকান
কোথায় তোমার নাচে কেশ সঙ্গীত সুরে
তুমি বিনে আঁখি মোর করে সর্বে সন্ধান।


তোমা পদ ছায়া বিনে বিবর্ণ নব্য ঘাসে
শিশির করে রোদন প্রভাতে চুপিচুপি
গলার সুর ভাঙ্গিয়া কোকিল গো উদাসে
বিমর্ষতাপূর্ণ গান গায় যেন কদাপি।


নীল গগনে শুভ্রতা অপেক্ষায় তোমাতে
ঝরে কাল হয়ে হঠাৎ অপ্রসন্ন পরাণে
অকালে শিউলি ঝরে গগনের কান্নাতে
কানন শূন্য হইল বিনে সখির ঘ্রাণে।


থাক তুমি কত দূরে মনে প্রেমদহন
তুমি বিনে মেঘে ঢাকা এ বিস্তর গগন
সূর্য ওঠে সূর্য নামে না দেখিল এ মন।


১১/২৮/২০১৯
কপিরাইট © ২০১৯ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক


তৃতীয় মাত্রা সনেট: বাংলা সাহিত্যের সনেটগুলো সাধারণত অক্ষরবৃত্ত ছন্দে রচিত ১৪ মাত্রা বা ১৮ মাত্রার সনেট। কিন্তু তৃতীয় মাত্রার সনেটগুলো অক্ষরবৃত্ত ছন্দে ১৫ লাইনে রচিত, ১৫ (৮+৭) মাত্রার সনেট, মিলবিন্যাস: তিনটি চতুষ্ক (কখকখ, গঘগঘ, ঙচঙচ) এবং একটি ত্রিপদী (ছছছ)।