মানুষ-১ (আয়না সনেট)
          রাজুব ভৌমিক


সামনে সে বলে মধুতুল্য মিষ্ট কথা,
পিছনে ঘটায় বিঘ্ন, বলিয়া অযথা;
সারাদিনে বসিয়া ইন্দ্রিয় সুখাসনে,
আশ্বিনে দেয় পূজা, শারদা উপাসনে।


দু:সাধ্য করণ বলিয়া জগতে নাই,
সান্ধ্য হইলে করে কুকর্মের লড়াই;
যত সহজে জ্ঞাত হয় পাখির গতি,
তত কঠিন মনুর, ব্যগ্র অনুভূতি।


সৎসঙ্গ বিমুখতা, ঈর্ষায় কাটে দিন,
অঙ্গ জ্বলে পরসুখে, কাঁদে সে কঠিন;
মিথ্যাই শক্তি তার, শিশুর শক্তি কান্না,
কামাই ঘুষের টাকা, বাজে স্ত্রীর রান্না।


বুদ্ধি আচ্ছন্ন তার, বড় ভোগবাসনা;
সিদ্ধি পাপ পথে, ঐশ্বরিক গো ভাবনা।


০৫/৩১/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিকে থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।