ভন্ড মানুষ (আয়না সনেট)
             রাজুব ভৌমিক


সত্য কথা বলিতে, সর্ব ঈশ্বর খুঁজে,
কৃত্য মিথ্যায়, ভুলে ভগবান সে লাজে;
অল্প দান করিলে, কোথায় তুমি খোদা?
প্রকল্প চুরির, ভুলে যায় সে মর্যাদা।  


দেখ প্রভু নিশ্চয়, বসিলাম নামাজে,
  লেখ পূর্ণ্য খাতায়, সচ্চরিত্র সমাজে;
  পাপ করিতে অকপট, যায় সে ভুলে,
   আলাপ প্রভুহীন, চলে ধরণীতলে।  


সুখবরে সে বলে, খোদা তুমি মহান,
কবরে দেখা মিলবে, আমি পূর্ণ্যবান;
দু:খে দেয় দোষ, জন্মান্ধ তুমি ঈশ্বর,
অসুখে মরি আমি, গায়ে ভীষন জ্বর।


প্রার্থনা করিতে ভাবে, প্রভু সব শুনে;
কানা ভগবান ভাবে, কটুক্তি করনে।


০৬/১৪/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।