মানুষ একটা ফুলের কলি
          রাজুব ভৌমিক  


যাওয়া আসার এ রঙের দুনিয়ায়
     কেন মানুষ বৃথা জন্মায়
    মানুষ একটা ফুলের কলি
     ও সে পাকলে ঝরে যায়।


এক গাছে কত কলি বাতাসে নাচে
    কত রঙে তারা কত ধাঁচে
  ভেবে একবার দেখো না রে মন
   কত কলি কাঁচা ফলে ফলায়।


  কলি যখন পাকনা ফল হইবে
ঢিলের আঘাতে হয়ত সব হারাবে
  ঝড় তুফানে সে দুলতে থাকে
     ও মন সে করে হায় হায়।


   মানুষ একটা ফুলের কলি
     ও সে পাকলে ঝরে যায়।


০৪/১৯/২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক