আমি এক নারী বলছি
                 রাজুব ভৌমিক


সেই জন্মের পর হতে নারী—কত কালোমুখের কারণ
     পরিবারের মুখে হতাশা জন্মিলে কন্যা যখন
   এমনকি পড়শির দাদী দেখে ফোকলা দাঁতে কয়
              একখানা মাইয়া এলো ওরে….
           বেচারা এই গরীব বাপের সংসারে
জায়গা-জমি, টাকা-কড়ি—এবার নিবে বুঝি দয়াময়!  
                 আমি এক নারী বলছি
                  জনম থেকে শুধুই কাঁদছি
          এই সংসারে কেন মোরা হলাম দু:সময়?


      মাত্র সেদিন হলাম—আমি সাবালিকা
        নির্ভয়ে তাই চলি পথে আমি একা একা
  কিন্তু পথের শকুনের বিচারে এ দেহ হয় সংকুচিত!
          চামড়ালোভীর চোখে আমরা কমলা
      ঝরে পড়ে মুখের রস দেখিলে পথে অবলা
     মায়ের ঘরে জন্ম এদের করিলো মোদের উত্ত্যক্ত!
                 আমি এক নারী বলছি
              তুষের আগুনে নিরবে জ্বলছি
       এই সংসারে কেন মোরা এত অবহেলিত?


  ভৎসনার শিকারে—মোদের কভু মিলে না বিচার
       দিনেরাতে সইছি মোরা লক্ষ লক্ষ ব্যভিচার!
    পশু-তুল্য মান মিলে এ পুরুষ প্রধান সমাজে
           উচ্চ-স্বর মোরা করি না কভু লাজে
          প্রতিবাদ করিলে মিলে অপপ্রচার
              আমি এক নারী বলছি
               অশ্রুসিক্ত জলে ডুবছি
     কবে থামবে সমাজের এ অসহনীয় অত্যাচার?


     যুগে যুগে চলছি মোরা শুধুই পর্দার আড়ালে
  ফেইসবুকে তাই ছবি বিনে—দিয়ে কত ফুল দেয়ালে
        মোদের লুকিয়ে রেখে সভ্যতা করে উপহাস
  গোপনে ঘাম ঝরালে ওরা নিয়ে যায় সকল সুবাস!
                  আমি এক নারী বলছি
                 ঘামে-রক্তে শুধুই ভিজছি
         মিলবে কি কভু মোদের শ্রমের নিবাস?


     আমি এক নারী বলছি, যুগে যুগে শুধুই দিচ্ছি
                 কভু চাই নি কোন প্রতিদান
          অকৃতজ্ঞ সমাজ, হারিয়ে সব লাজ
               দেয় না নারীর যথার্থ সম্মান
                    সৃষ্টির মূলে নারী
                   নারীতে পুরুষ সংসারী
    যা কিছু দেখিলে তাতে শুধুই নারীর অবদান
   কেননা—নারী বিনে পুরুষ কবে হতো অন্তর্ধান!
          
০৪/১২/২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক