আমি বনমালী প্রেমে মরি
           রাজুব ভৌমিক
  
  কপালের টিপ এত সুন্দর দেখিনি
যায় চলে এ কোন মায়ার স্রোতস্বিনী  
  কেশ সুবাসে চেয়ে থাকি মুক্তপানে
     উদাস নয়ন দেখে তার নয়নে
     রজনী গোলাপ সরম লজ্জায়
   অন্ধ কোকিল ডাকে আস্তানায়
          কে গো তুমি অপ্সরী?
     রাধে হও না, হাতটি ধরো না
       আমি বনমালী প্রেমে মরি।  


   খোলা চুলে মেঘের ছোঁয়া দেখিনি
     হাটা নূপুরের মায়াবী শব্দ শুনিনি
  ঐ নূপুর পায়ে চলে যায় কোন পরী
      করিলে তুমি আমার মনচুরি
      রাধে হও না, হাতটি ধরো না
       আমি বনমালী প্রেমে মরি।


   কত শিহরন জাগানো শতরূপা
    অন্তর করিলে আমার ভাপা    
    শতরূপে তোমার পূজা করি
     কাছে এসো না চলে যেও না
         এসো না  হাত ধরি।


১২/১৩/ ২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক