যদি তুমি
            রাজুব ভৌমিক


যদি তুমি বিশ্বাস করো প্রেম প্রথম দেখায়
     আবার হাঁটিয়া যাবো তোমার সামনে দিয়ে
হয়ত এবার তুমি দেখিবে আমায়
       করিবে ক্ষত মন আমায় আঁকিয়ে।


যদি তুমি বিশ্বাস করো ইতিহাসের পাতায়
       যতনে মোর হাতটি ধরো শুধু
        দাও তোমার হৃদয় আমায়
  যুগে যুগে মোদের প্রেম রহিবে গো বঁধু।


যদি তুমি বিশ্বাস করো আধুনিক ক্যামেরায়
  জেনে রেখো তেমনি বদনে ফুটে হাসি
          যখুনি আমি দেখি তোমায়
কহিতে তোমায় আমি কত ভালবাসি।


যদি তুমি বিশ্বাস করো নীল সমুদ্র সীমানায়
     ভয় করি না তোমার প্রেম সমুদ্রে
     যেথায় হারিয়ে যেতে এ মন চায়
    পাইতো তোমারে মোর অন্তর কেন্দ্রে।
  
০৭/২৮/ ২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ব্রুকলীন, নিউইর্য়ক